logo

BAIRGACHI J.A. SHIKSHA MISSION (H.S.)

BAIRGACHI J.A. SHIKSHA MISSION (H.S.)

Bairgachi, Gazole, Malda, 732102

ESTD – 2011

 

2025 শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

 

২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি:

● প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে প্রতিটি শ্রেণীতে স্বল্প সংখ্যক আসনে অংকুর থেকে নবম শ্রেণীতে ভর্তি নেওয়া হবে। তবে শুধুমাত্র আবাসিকে পঞ্চম থেকে নবম শ্রেণীতে ভর্তি নেওয়া হবে।

● ভর্তির ফরমের মলূ্য: অনলাইন ১৫০ টাকা এবং অফলাইন ১৭০ টাকা।

● ফর্ম পাওয়া যাবে 02/10/2024 (বধবার ু ) থেকে বিদ্যালয়ের অফিস বা শিক্ষক শিক্ষিকাগণের নিকট ।

● ফর্ম সংগ্রহ বা জমা দেওয়ার শেষ তারিখ : 13/11/2024 (বধবার ু )

● ভর্তির পরীক্ষা নেওয়া হবে : 17/11/2024 (রবিবার) দপুুর ১২

● লিখিত পরীক্ষার ফলাফল জানা যাবে 21/11/2024 (বহৃস্পতিবার) দপুুর ১টায় বিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ৯৮০০৪৯৮৪৮৫ / ৯৬১৪৫৬৬০২২ নম্বরে ফোন করে। এছাড়াও www.bjasm.in ওয়েবসাইট এর মাধ্যমে জানতে পারেন।

● মৌখিক পরীক্ষা অভিভাবকের সাক্ষাৎকার ও ভর্তি নেওয়া হবে 24/11/2024 (বধবার ু ) সকাল 11 টা থেকে ।

● পরীক্ষা লিখিত হবে ৫০ নম্বর ও মৌখিক ১০ নম্বরের।

● ভর্তির সময় অবশ্যই এডমিট কার্ড ও জন্ম সার্টিফিকেট আনতে হবে।

● দুকপি রঙিন ফটো (passport size) ফরমের নির্দিষ্ট জায়গায় লাগাতে হবে।

● Admit Card পাওয়া যাবে পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্র থেকে ।

● পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্বে বিদ্যালয়ের আসতে হবে ।

● Online ফরম পূরণ করলে অনলাইন থেকেই Admit Card পাওয়া যাবে।

● পরীক্ষা কেন্দ্রে অবশ্যই নির্দিষ্ট সময়ের এক ঘন্টা পূর্বে আসতে হবে।

● পরীক্ষা কেন্দ্র : বৈরগাছি জে. এ শিক্ষা মিশন

 

GO TO APPLICATIONS PAGE